শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা 

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায়  মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মাটিরাঙ্গা পৌরমেয়র মো.শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. আমজাদ হোসেন, গুইমারা থানার ওসি রাজীব  কর, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো.আতাউর রহমানসহ জনপ্রতিনিধি,  সাংবাদিক, সামরিক-বে-সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেন, পাহাড়ে শান্তি সমপ্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। 

মাটিরাঙ্গা জোনের আওতায় জোনের সেনাবাহিনীর নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে কাউকে ছাড় দেয়া হবে না। সমাজে যারা অপরাধ করছে তাদের তথ্য দিয়ে জোনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

টিএইচ